সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি 

সময় ট্রিবিউন ডেস্ক | ১ এপ্রিল ২০২৩, ২৩:১৪

সংগৃহীত
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। 
 
আজ শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে এ কর্মসূচি শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
 
ঢাকায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনের সামনে চলছে কর্মসূচি। এরই মধ্যে সেখানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। 
 
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
 
কর্মসূচীতে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।   
 
এর আগে শুক্রবার (৩১ মার্চ) কর্মসূচির কথা জানায় বিএনপি। সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কর্মসূচি। একই দিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এই কর্মসূচি পালন করবে।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর