এরশাদ-বেগম জিয়া একই কাজ করেছেন: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৮

সংগৃহীত ছবি

জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে একটি দল গঠন করলেন। তারা তো আর গণতান্ত্রিক দল হতে পারে না। এই দল তো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করে না। তারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করেছে। এরপর এরশাদ, তারপর বেগম জিয়া একই কাজ করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু তার অর্থনীতিটাকে খুব সহজ ভাষায় বলেছিলেন, ‘আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। যখন একজন দুঃখী মানুষের মুখে কখন হাসি ফোটে ? যখন তার পেটে ভাত থাকে, গায়ে কাপড় থাকে, মাথা গোঁজার ঠাঁই থাকে, তার ছেলেমেয়ের লেখাপড়ার ব্যবস্থা থাকে, আয় রোজগারের ব্যবস্থা ও তার চিকিৎসার ব্যবস্থা থাকে। তখনই একজন দুঃখী মানুষের মুখে সত্যিকার অর্থে হাসি ফুটে উঠতে পারে।’ বঙ্গবন্ধু খুব সাধারণ একটা কথা দিয়ে বুঝাতে চেয়েছিলেন- তিনি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা দেখেছি হাওয়া ভবন, খোয়াব ভবন দেখেছি, লুটপাট দেখেছি। আমরা দেখেছি সেই ৭৫ এর হত্যাকারীদের যেমন তারা পুরস্কৃত করেছিল। হত্যাকারীর বিচার না করে তারা পুরস্কার দিয়েছিল। বিচার বন্ধ ছিল জিয়াউর রহমানের আমলে। একাত্তরের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল। তাদের বিচার না করে এবং তাদের কে ক্ষমতায় বসিয়ে ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানি করেছিল, লাখ লাখ ধর্ষিতা নারীর সঙ্গে বেঈমানি করেছিল। সারাদেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর