সাংবিধানিক নিয়ম মেনেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি (জাপা)। এমনটাই বলেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার (২৭ মার্চ) গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এক ইফতারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, জাপায় কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনা যারা মানবেন না, তারা দলের ও নিজের ক্ষতি ডেকে আনবেন। এ ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলে দলের সংস্কার করতে দ্রুত কাউন্সিল করতে হবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানে সব নিত্য পণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। এতে উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা ম্লান হয়ে পড়েছে।
জাপার বর্তমান নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি ও কারী হাবিবুল্লাহ বেলালী ছিলেন রওশনের ইফতারে। বক্তৃতা করেন রওশনপুত্র রাহগির আল মাহি এরশাদ সাদ।
আপনার মূল্যবান মতামত দিন: