দেশে ফের শুরু হয়েছে বিচারবহির্ভূত হত্যা: ফখরুল

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৮:২৬

সংগৃহীত ছবি

বর্তমানে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যা ফের শুরু হয়েছে। এ র‌্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। সেই র‌্যাবের বিরুদ্ধে আবার অভিযোগ উঠেছে ওই নারীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই নারী বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। এই সরকারের যত আইন, যত কাজ হচ্ছে মানুষকে অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন করার জন্য ও ভিন্ন মতকে দমন করার জন্য।

সোমবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে পত্রিকাতে একটা খবর আছে, অনেকে দেখেছেন, নওগাঁর ৩৫ বছর বয়স্ক একজন নারী, যিনি সরকার অফিসে চাকরি করেন। তাকে র‌্যাব তুলে নিয়ে গেছে। তারপরে দেখা গেছে, হাসপাতালে নেওয়ার একপর্যায়ে তিনি মারা গেছেন। চিকিৎসকরা বলছেন- তার মাথার ভেতরে অনেক রক্তপাত হয়েছে এবং কপালে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বাংলাদেশে একজন মানুষের জীবনের নিরাপত্তা পর্যন্ত নেই।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার পরে নাটকীয়ভাবে বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন আবার শুরু হয়েছে, কেন? কারণ আওয়ামী লীগ সরকার সেই সমস্ত কর্মকর্তাদের (যাদের বিরুদ্ধে বিচারবহিভূর্ত হত্যা, গুম-খুনের অভিযোগ উঠেছে) বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই সরকার এসবের বিচার করে না। আজকে তাদের আরও পুরস্কৃত করা হচ্ছে। তারা অনেক বড়-বড় পদ পাচ্ছেন। বলা হচ্ছে- এরপর তাদরকে এমপি নমিনেশন দেওয়া হবে। কাউকে-কাউকে স্বরাষ্ট্রমন্ত্রীও করা হবে। এগুলো আমরা পত্র-পত্রিকায় দেখতে পাই।’

‘এখানে অনেকে আছেন, তারা জানেন ৭২ সালে তারা কী করেছিল। একইভাবে লুটপাট করেছে, একইভাবে জনগণের সম্পদকে লুট করে নিয়েছে। এমনকি শিশুদের জন্য বিদেশে থেকে যে পাউডার মিল্ক এসেছিল, সেটিও চোরাচালান করেছে তারা। এসবের যারা প্রতিবাদ করতে দাঁড়িয়েছে, তাদেরকে হত্যা করেছে তারা। সেইদিনও তারা আজকের পুলিশ, র‌্যাবের মতো রক্ষী বাহিনী তৈরি করেছিল। সেই বাহিনী দিয়ে ৩০ হাজার মুক্তিযোদ্ধা, কৃষক ও তরুণদের হত্যা করেছিল। সেই বাংলাদেশে আমরা চাইনি। কিন্তু আজকে সেই বাংলাদেশই আওয়ামী লীগ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব) হাফিজ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও আব্দুস সালাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর