আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ড. নূহ উল আলম লেলিন।
শনিবার (২৫ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬(১) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টা পরিষদের ‘সদস্য’ মনোনীত করেছেন।
বিশ্বাস করি, আপনার ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: