গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস, পূত্রবধু মাটির চুলায় মডেলিং করে ভাইরাল

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯

সংগৃহীত

বিল বকেয়া থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ সোমবার রাজধানীর রায়ের বাজারের শেরে বাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গয়েশ্বরের কাছে পৌনে দুই লাখ টাকার বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক বলেন, ‘২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের বিল বকেয়া ছিল। তিনি (গয়েশ্বর) সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কথা বলতে রাজি হননি গয়েশ্বর রায়।

এদিকে পূত্রবধু নিপুণ রায় এর মাটির চুলায় মডেলিং করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে অনেকেই বিভিন্ন রকম হাস্য-রসাত্মক মন্তব্য করছেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর