আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি,রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

নোয়াখালী প্রতিনিধি | ২৮ জুলাই ২০২২, ০০:৪৮

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুটি গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।   

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের পাশাপাশি স্থানে উভয় পক্ষ এ কর্মসূচি আহ্বান করে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি দুভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সেতুমন্ত্রীর তিন ভাগনে মাহবুবুর রশীদ মঞ্জু,ফখরুল ইসলাম রাহাত,রামপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন।

অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।  

স্থানীয় সূত্র জানায়, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের এনে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে এক প্রতিবাদ মিছিলের আহ্বান করেন সেতুমন্ত্রীর তিন ভাগনের অনুসারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন। ওই প্রতিবাদ মিছিলকে চ্যালেন্জ করে একই সময়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যু্বলীগের সভাপতি আহছান উল্যাহ ভুট্রু একই বাজারের আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের ব্যানারে এক মতবিনিময় সভা আহ্বান করে। ইউপি সদস্য ভুট্রু বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছে, এ পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ব্যাপক বেড়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা। মুছাপুর ইউনিয়ন ফেনীর সোনাগাজীর সীমান্তবর্তী এলাকা হওয়ায় সংঘাতের আশঙ্কা বেশি।  

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, ফেসবুকে সেতুমন্ত্রীকে দেওয়া একটি জনমত জরিপের পোস্টে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী আপত্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রতিবাদে আমরা প্রথমে কর্মসূচি ঘোষণা করলে তারা পাল্টা মতবিনিময় সভার আহ্বান করে। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব।  

মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউনিয়ন যু্বলীগের সভাপতি আহছান উল্যাহ ভুট্রু বলেন, আগামী ৩১ জুলাই ইউনিয়ন যু্বলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই মতবিনিময় সভাকে সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা একটি প্রস্তুতি সভার আহ্বান করি। । ওই সভা থেকে বাংলাবাজরে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। প্রথম আমরা এ কর্মসূচি আহ্বান করি। তারা পাল্টা কর্মসূচি ডেকে অন্যায় করেছে বলেও তিনি মন্তব্য করেন।     

এ বিষয়ে জানতে মুছাপুর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আইযুব আলীর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন,আমি ফেসবুকে দেখেছি মুছাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুটি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে।   

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মেজবা উল হক ভূঁইয়া বলেন,সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোন তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।   

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি সম্পর্কে জানেন না। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।  

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর