গলাচিপায় বিজিবি’র সাবেক প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেনের গনসংযোগ

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী | ২৫ জুলাই ২০২২, ০৫:৫৪

সংগৃহীত

রোববার গলাচিপায় লে. জেনারেল আবুল হোসেন গনসংযোগ শুরু করেছেন।

তিনি স্থানীয় ফেরিঘাটে এসে পৌছলে কয়েক হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হর্সোৎফুল্ল মানুষের গগন বিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু, আরেকবার দরকার শেখ হাসিনার সরকার, আবুল হোসেনের আগমন শুভেচ্ছা- স্বাগতম।'

আবুল হোসেন ফেরিঘাট থেকে মিছিল সহকারে পৌর মুক্তমঞ্চে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এর আগে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করেন। বক্তব্যে তিনি পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ আরও অনেক প্রকল্প গ্রহন করেছে এ সরকার। এর অর্থনৈতিক সুবিধা এ এলাকার মানুষ যাতে পায় তার জন্য পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে তার জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন। আগামী নির্বাচনেও উন্নয়নের ধারাবহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর