কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ বঙ্গবন্ধু স্কয়ারে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, সহ-সভাপতি আজাদ হোসেন, সাবেক পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম কামাল, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল।
পৌর যুবলীগের প্রভাবশালী নেতা ফরাস উদ্দিন রিপনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রিপন, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ইউনুস, উপজেলা যুবলীগ নেতা মোজাম্মেল হক সোহেল, যুবলীগ নেতা কামরুল ইসলাম মুরাদ পাটোয়ারী, সাইফুল ইসলাম তারেক, মোশারফ হোসেন মুন্সী, আলী হোসেন লিটন, এমরান হোসেন, মহিন উদ্দিনসহ উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, স্বাধীনতা যুদ্ধে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে সফলতা অর্জিত হয়েছে, আজ পদ্মা সেতুও তেমনিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সফল হয়েছে। এ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: