সেহেরি নিয়ে দুস্থদের পাশে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রলীগ

মোঃ আখলাক, গবি প্রতিনিধি | ২ মে ২০২১, ০৭:০৪

ছবিঃ সংগৃহীত

কঠোর লকডাউনে বিপদগ্রস্ত অসহায় মানুষদের মাস্ক ও সেহরি বিতরণ করেছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।

রোববার বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগতের জন্মদিনে এ কর্মসূচি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষেরা ঘরে থাকুক, সুস্থ থাকুক। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য। সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল, ঘোড়াপীর মাজার ও আশেপাশের এলাকায় দুস্থ মানুষকে ইফতার দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে বিজয় দিবসে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাছাড়া সাম্প্রতি সাভারের নিরিবিলি এলাকা ও স্মৃতিসৌধ এলাকায় অসহায় দুস্থদের মাঝে ইফতার ও মাস্ক বিরতন কর্মসূচি পালন করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ছাত্রলীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর