বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক টাকা দিয়ে কেনা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দেয়া কানাডিয়ান প্রতিষ্ঠান পিস অ্যান্ড জাস্টিস দেশবিরোধী প্রচারে লবিস্ট নিয়োগে বিএনপিকে সহায়তা করে।
তথ্যমন্ত্রী বলেন, যে দেশের সংগঠন খালেদা জিয়াকে এই সনদ দিয়েছে, সে দেশের আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদকটি দেয়ার কথা বিএনপি জানল সাড়ে ৩ বছর পর। পুরো বিষয়টি হাস্যকর, এর মাধ্যমে খালেদা জিয়াকে হাসির পাত্র করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: