ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা: নেতৃত্বে এলেন যারা

সময় ট্রিবিউন | ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:২২

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৮টি হলের কমিটি ঘোষণা করা হয়েছে। সমন্বিত সম্মেলন শেষে বুধবার সকালে এক বছরের জন্য এই হল কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। পরে সকাল নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্ট থেকে একযোগে কমিটির তালিকা প্রকাশ করেন চার নেতা।

আগে ২০১৬ সালের ডিসেম্বরে ১৮টি হলে ছাত্রলীগের কমিটি হয়েছিল।

ঘোষিত কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ। সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন তানভীর শিকদার, সাধারণ সম্পাদক মিশাত সরকার। বিজয় একাত্তর হলের সভাপতি হয়েছেন সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন আজহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি হয়েছেন কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন। হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন।

কবি জসীমউদ্‌দীন হল শাখার সভাপতি হয়েছেন মো. সুমন খলিফা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। স্যার এ এফ রহমান হলের সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন। মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি হয়েছেন মো. মারিয়াম জামান খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম। অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

ছাত্রী হলগুলোর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি। কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি হয়েছেন পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)। শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা। রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা৷

গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে ১৮টি হল শাখা ছাত্রলীগের সমন্বিত সম্মেলন হয়। এ সম্মেলন সামনে রেখে গত ২১ থেকে ২৫ জানুয়ারি ১৮টি হলে ধারাবাহিকভাবে কর্মী সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেখানে ছাত্রলীগের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও হল শাখাগুলোর নেতাদের নিয়ে একটি বিশেষ বর্ধিত সভা করা হয়। ২৪ জানুয়ারি সম্মেলন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। ২৬ জানুয়ারি কমিটিগুলোর সভা হয়। সম্মেলন উপলক্ষে ২৯ জানুয়ারি বিশেষ সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এর আগে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের কমিটি হয়েছিল। ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সনজিত ও সাদ্দাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর