তৈমূরকে সঙ্গে নিয়েই চলবেন আইভী

সময় ট্রিবিউন | ১৭ জানুয়ারী ২০২২, ১১:২৯

ভোটে জয়ের আভাস পেয়ে বিজয় চিহ্ন দেখান সেলিনা হায়াৎ আইভী-ছবি: সংগৃহীত

ভোটে জয়ের আভাস পেয়ে বিজয় চিহ্ন দেখান সেলিনা হায়াৎ আইভী-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চলা সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনী প্রচারে তৈমুর আলম খন্দকার যেসব পরিকল্পনা তুলে ধরেছেন, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। ওই সব পরিকল্পনার অনেক কিছুই আমার পরিকল্পনার মধ্যে আছে।

এই নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুরকে কাকা সম্বোধন করে আইভী বলেছেন, ‘অবশ্যই উনাকে সঙ্গে নিয়ে কাজ করবো। কাকা তো আগেও অনেক সময় অনেক কথা বলেছেন। সহযোগিতা করেছেন। উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি।’

আইভী বলেন, ‘উনিও তো নারায়ণগঞ্জের মানুষ। উনিও নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে কথা বলেছেন, আমিও তা বলেছি। তাই উনিসহ সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করবো।’

টানা তৃতীয় মেয়াদে মেয়রের আসনে বসতে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের জনগণ আমাকে বিমুখ করেনি। তবে আমি যেমনটা ভেবেছিলাম, এক লাখ ভোটের ব্যবধানে জিতবো, তা হয়নি। যেহেতু ইভিএমে প্রথম ভোট। পুরো কাষ্টিং হলে হয়তো এক লাখ ভোটেই জিততাম। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জিতেছি। জনগণের মাধ্যমে সেই বিজয় এসেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবার জন্য এখন কাজ করবো।’

শামীম ওসমানকে সঙ্গে নিয়ে কাজ করবেন কি না এই প্রশ্নের জবাবে আইভী বলেন, যে কেউ মতামত দিতে পারে। অংশগ্রহণ করতে পারেন। সবাইকে নিয়ে কাজ করব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর