রাষ্ট্রপতির সংলাপ জাতির কোনো কল্যাণ আনবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির সংলাপ সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারবে না এবং এতে সময় ব্যয়ের পাশাপাশি অর্থও ব্যয় হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় সরকারের কোনো বিকল্প নেই।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাকে ন্যায়পাল নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: