খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন: ফখরুল

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ১০:০৫

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে-ছবি সংগৃহীত

খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের (সেনানিবাস) বাসায় তাঁর দুই শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ছিলেন। ওই সময় অষ্টম বেঙ্গলের সেনারা চলে এসে বলেছিল, “পাকিস্তানি সেনারা বলছে অস্ত্র সমর্পন করতে। আমরা অস্ত্র সমর্পণ করব কি না?’’ তিনি সেদিন বলেছিলেন, ‘‘তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না।’’ সেই দিন থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল।’

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া অবশ্যই মুক্তিযোদ্ধা। সেদিন সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে ও চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মীয়ের বাসায় থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। একপর্যায়ে মির্জা ফখরুল প্রশ্ন করেন, ‘তিনি মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে?’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জাহাঙ্গীর আলম, বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর