মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর জরিমানা

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০৪:৩৫

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও মাস্ক না পরে সভা করায় অর্থদণ্ডে দণ্ডিত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা। সোমবার (২৬ এপ্রিল) সরকারি আদেশ অমান্য করায় ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার) জরিমানা গুনতে হয়েছে তাকে।

জানা যায়, সোমবার থাইল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই সভায় প্রত্যেকের মুখেই মাস্ক দেখা গেলেও খুদ প্রধানমন্ত্রী মাস্ক পরেননি। এমন একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। কেননা থাইল্যান্ড সরকার ওইদিনই জনসম্মুখে মাস্ক পরার নির্দেশনা জারি করেছিল। মাস্ক না পরলে সর্বোচ্চ ২০ হাজার বাথ পর্যন্ত জরিমানাও নির্ধারণ করা হয়েছিল সেদিন।

পরে ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং জানান, তিনসহ শহরের পুলিশ প্রধান এবং আরেকজন কর্মকর্তা মিলে থাই প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার বাথ জরিমানা আদায় করেছেন।

অশ্বিন বলেন, সভা শেষে প্রধানমন্ত্রী আমাকে ব্যাংককের গভর্নর হিসেবে তার কর্মকাণ্ড তদন্ত করার নির্দেশ দেন। আমি তাকে জানাই, তিনি ব্যাংক শহরে মাস্ক পরার নির্দেশনাটি অমান্য করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর