ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শ্রীলঙ্কার এক নাগরিককে নির্মমভাবে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করেছে একদল উন্মত্ত জনতা।
শুক্রবার (৩ ডিসেম্বর) পাঞ্জাবের শিয়ালকোটে রোমহর্ষক এই ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাবের এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
শিয়ালকোটের রাজকো ইন্ডাস্ট্রিজ নামের শ্রীলঙ্কার একটি কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন প্রিয়ান্থা কুমারা। ধর্ম অবমাননার অভিযোগে শুক্রবার তার কারখানায় হামলা চালায় একদল উত্তেজিত জনতা। সেখানে শত শত মানুষ তাকে প্রথমে বেধড়ক মারপিট, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রিয়াঙ্কা।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: