-2021-12-01-17-07-55.jpg)
সৌদি আরবে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) সৌদি আরবই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ যেখানে ওমিক্রন শনাক্ত হলো বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে জানিয়েছে, সৌদি আরবে একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ওই সৌদি নাগরিক দক্ষিণ আফ্রিকা ফেরত বলেও নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: