আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৫:৩৩

ছবিঃ সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটাতে দুই কোটি ৮০ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে হওয়া এক বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এই নির্দেশ দেন। 

নির্দেশনায় আফগানিস্তানে পাঁচ বিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তার কথা বলেন তিনি। একইসাথে পাকিস্তান দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পরিবহনেরও অনুমোদন দিয়েছেন তিনি।

এর মধ্যে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম, শীত নিবারণ সামগ্রী ও অন্যান্য সহায়তার উল্লেখ রয়েছে। এছাড়া আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর