‘বাংলাদেশ থেকে এখন আর কেউ ভারতে আসছে না, বরং আয়ের জন্য ভারত থেকে বাংলাদেশে পাড়ি দিচ্ছে মানুষ’ এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূলের শীর্ষনেতা ফিরহাদ হাকিম।
শনিবার (২০ নভেম্বর) তৃণমূলের এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি। এ সময় ফিরহাদ হাকিম বিজেপিকে লক্ষ্য করে বলেন, ওরা বলে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে। কিন্তু এখন বিষয়টি উল্টো হয়ে গেছে। ভারতের থেকে বাংলাদেশের রোজগার বেড়ে গেছে, জিডিপি বেড়ে গেছে। সেজন্য ভারতবর্ষ থেকে মানুষ কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে মানুষ ভারতবর্ষে আসছে না।
এ সময় তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু এ মুসলিমকে বিভক্ত করে এই রাজ্যের দখল চেয়েছিল বিজেপি। কিন্তু রাজ্যবাসী তা চাননি। রাজ্যের মানুষ সাম্প্রদায়িক উসকানিতে সাড়া দেননি বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: পার্স টুডে।
আপনার মূল্যবান মতামত দিন: