এবার তাইওয়ানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ০৪:০২

ছবিঃ সংগৃহীত

চীনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ না পেরোতেই তাইওয়ানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। আমেরিকান ইনস্টিটিউট অব তাইওয়ান (এটিআই) এবং তাইপেই ইকোনমিক অ্যান্ড কালচারাল রিপ্রেজেন্টেটিভ অফিসের (টিইসিআরও) পৃষ্ঠপোষকতায় এই বৈঠক হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার (২২ নভেম্বর) তাইওয়ানের সঙ্গে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ ও তাইওয়ানের সরকারের প্রতিনিধিদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে হবে এই আলোচনা।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ, জনগণের সঙ্গে জনগণের বন্ধন, স্বাধীনতার জন্য সংগ্রাম ও গণতান্ত্রিক মূল্যবোধই আমাদের মধ্যকার সম্পর্ক ও বন্ধুত্বের ভিত্তি।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর