সুরাপ্রেমীদের জন্য সুখবর, কমল মদের দাম

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০৩:১৯

ছবিঃ সংগৃহীত

তিন দিন আগেই সুখবরটা ছড়িয়েছিল যে,  ১৬ নভেম্বর থেকে রাজ্যে মদের দাম কমছে। অবশেষে পূর্ব ঘোষণামতোই মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমল। দাম কমেছে রাম, হুইস্কি এবং বিয়ারসব কিছুরই।

গত শুক্রবার আবগারি দফতর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (বেভকো)-এর পোর্টাল থেকে ডিলাররা জানতে পারেন কোন মদের বিক্রি মূল্য কত। তবে আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছিল, আগামী কয়েক দিন কোনও ডিলারকেই নতুন করে বিলিতি মদ সরবরাহ করা হবে না। এই সময় পুরনো স্টকের মদের বোতলে নতুন দাম ফেলা হবে। তবে বেভকো-র পোর্টাল নতুন করে কার্যকর হওয়ার পরই ডিলাররা মদ তুলতে পারবেন।

মদের দাম নিয়ে সুরাপ্রেমীদের মধ্যে কৌতূহল সর্বদাই। দাম বাড়ার খবর কোনও ভাবে চাউর হলেই নতুন দাম কার্যকর হওয়ার আগে মদের দোকানে লাইন পড়ে চোখে পড়ার মতো। তখন মজুত করার হুড়োহুড়ি পড়ে যায় সুরাপ্রেমীদের মধ্যে। দীর্ঘ দিন পরে দেশে তৈরি বিলিতি মদের দাম কমায় সুরাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই।

 

সূত্র : আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর