মোদির চার ঘণ্টার সফরে খরচ ২৩ কোটি

সময় ট্রিবিউন | ১৪ নভেম্বর ২০২১, ০৬:৪৬

ছবিঃ সংগৃহীত

‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভারতের মধ্যাঞ্চলীয় এই রাজ্যের রাজধানী ভোপালে চার ঘণ্টা অবস্থান করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরে খরচ হচ্ছে ২৩ কোটি রুপি এবং এই ব্যায়ের পুরোটাই আসছে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের কোষাগার থেকে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

১৫ নভেম্বর থেকে উত্তরপ্রদেশের রাজধানী ভোপালে শুরু হচ্ছে ‘জনজাতীয় গৌরব দিবস’। উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ও আদিবাসী স্বাধীনতাসংগ্রামী ভগবান বিরসা মুন্ডা ও আদিবাসী স্বাধীনতাসংগ্রামীদের স্মরণে উৎসব চলবে সপ্তাহজুড়ে।

মধ্যপ্রদেশের বাইরে সারা দেশেও ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুষ্ঠানে যোগ দিতেই ভোপাল যাচ্ছেন মোদি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর