স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ না দিয়ে ইস্তাম্বুলে ফিরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোমে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর এরদোয়ান রোববার রাতে সরাসরি ইস্তাম্বুলে ফিরে আসেন। এরদোয়ান সোম ও মঙ্গলবার কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন বলে আশা করা হয়েছিল।
তবে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান হঠাৎ করে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করার কোনো সরকারি কারণ জানাননি।
এরদোয়ান রোববার রোমে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এফ-১৬ যুদ্ধবিমানের অধিগ্রহণ এবং সিরিয়ায় যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম কপ২৬ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: