ইয়েমেনের মারিব প্রদেশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শিশু ও নারীসহ কমপক্ষে ২৯ জন বেসামরিক মানুষ আহত ও নিহত হয়েছেন। তবে নিহতের বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি দেশটি।
সোমবার (১ নভেম্বর) এক টুইট বার্তায় দেশটির তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি জানান, হুথিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে একটি মসজিদ এবং একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে সৌদি সমর্থিত সরকারকে সরিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এরপর ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
দিন যতোই এগোচ্ছে ইয়েমেন সরকার এবং হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। মারিবে দু'পক্ষের সংঘর্ষে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
আপনার মূল্যবান মতামত দিন: