পোর্টেবল অক্সিজেন প্লান্ট আনছে ভারত

সময় ট্রিবিউন | ২৫ এপ্রিল ২০২১, ০০:৪৭

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় বিপর্যস্ত ভারত। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ভারত থেকে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় কোভিড মোকাবিলায় অনন্য নজির গড়তে যাচ্ছে দেশটি। জার্মানি থেকে আকাশপথে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনতে যাচ্ছে ভারত।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা। এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। আর ঘণ্টায় প্ল্যান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

মহামারির দ্বিতীয় ঢেউ বেশ জোর নিয়েই নাড়া দিচ্ছে ভারতকে। বিভিন্ন রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটিতে সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে, হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে। এতে সমালোচনার মুখে পরেছে দেশটির সরকার।

করোনা আক্রান্তদের মৃত্যুর হারও বেড়েছে। দেশটিতে প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হবে।

ভারতে করোনার সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। মারা গেছেন ২ হাজার ২৬৩ জনের।

এ পর্যন্ত ভারতে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০। বর্তমানে দেশটিতে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জন করোনা বয়ে বেড়াচ্ছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলো। ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণ-তরুণীরাও বেশি সংখ্যায় সংক্রমিত হচ্ছেন। এ ধাক্কায় দেখা যাচ্ছে আক্রান্তদের ৬০ ভাগেরই বয়সই ৪৫ বছরের কম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর