সিরিয়ার দামেস্কে সেনাসদস্যদের বহন করা একটি বাসে বুধবার বোমা হামলায় ১৪ সেনা নিহতের জেরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিবে পাল্টা হামলা চালিয়েছে সেনাবাহিনী। এঘটনায় পাল্টা হামলায় ১২ জন নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর হামলায় নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ছাড়া স্কুলে যাওয়ার পথে নিহত হয়েছেন এক শিক্ষক।
ইউনিসেফ বলেছে, ইদলিবে ২০২০ সালের মার্চের পর থেকে এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলা। উদ্ধারকর্মীরা বলছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
এর আগে আলজাজিরা জানায়, সেনাসদস্যদের বহন করা বাসটি দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে পৌঁছানোর পর সড়কের দুই পাশে পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ হয়। কর্মকর্তারা বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। সেখানে মূলত তিনটি বোমা ছিল। দুটি বিস্ফোরিত হয়েছে, একটি হয়নি। অবিস্ফোরিত বোমাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: