দুঃখিত, বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল: চোরের চিঠি

সময় ট্রিবিউন | ২৪ এপ্রিল ২০২১, ০২:০৬

ছবি: ইন্টারনেট

হাসপাতাল থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন চুরি করে নিয়ে যাওয়া চোরটি ভ্যাকসিন ফিরিয়ে দিয়েছে। সাথে একটি চিঠিও লিখে রেখে গেছে চোর। অজ্ঞতাবশত ভ্যাকসিন চুরি করায় দুঃখ প্রকাশ করেছে সে। ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যে ঘটেছে।

এর আগে বুধবার রাতে হরিয়ানার জিন্দ এলাকার একটি হাসপাতাল থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের ১ হাজার ২৭০টি ও কোভ্যাক্সিনের ৪৪০টি ডোজ খোয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছি, বৃহস্পতিবার সকালে হাসপাতালে স্টোররুম পরিষ্কার করতে এসে তা ভাঙা দেখেন ঝাড়ুদার। তিনি তাৎক্ষনিক নার্স ও কর্মীদের খবর দেন। পরে তারা এসে দেখেন, স্টোররুমে রাখা ভ্যাকসিন চুরি হয়ে গেছে।

পুলিশ ভ্যাকসিন চোরকে ধরতে নানা চেষ্টা চালালেও শুক্রবার চোর নিজেই ভ্যাকসিন ফিরিয়ে দেয়। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হাসপাতালের পাশেই এক চায়ের দোকানে ব্যাগে পাওয়া যায় ভ্যাকসিনগুলো। সাথে দুঃখ প্রকাশ করে একটি চিঠিও মেলে। সেখানে হিন্দিতে যা লিখা ছিল তার বাংলা অর্থ দাঁড়ায়— ‘দুঃখিত, বুঝতেই পারিনি এর মধ্যে করোনার ওষুধ ছিল’।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর