তাইওয়ানে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৪:৪১

দক্ষিণ তাইওয়ানের ১৩ তলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৬ জন মারা গেছে-ছবি: সংগৃহীত

দক্ষিণ তাইওয়ানের ১৩ তলা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৬ জন মারা গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আজ ভোরে কাওশিউং শহরের একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে আগুন লাগে। আগুন নেভাতে দমকলকর্মীদের চার ঘণ্টার বেশি সময় লাগে।

ফায়ার ডিপার্টমেন্ট বিবিসিকে জানিয়েছে, ৭৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, তদন্তকারীরা ঘটনাস্থলে আছেন।

স্থানীয়রা বাসিন্দারা সেখানকার সংবাদমাধ্যমে জানিয়েছে, তারা একটি বিকট শব্দ শুনেছিলেন। যা একটি বিস্ফোরণের মতো শোনাচ্ছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর