ইরানের মোস্তফা পুরস্কার পেলেন ৫ জন মুসলিম বিজ্ঞানী

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০২:০২

ছবিঃ সংগৃহীত

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিখ্যাত মোস্তফা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষিত হয়েছে। এ পুরস্কারের জন্য এই বছর পাঁচজন মুসলিম বিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে। এতে জাহিদ হাসান নামে একজন বাংলাদেশি বিজ্ঞানীও রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তেহরান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

আগামী ২১ অক্টোবর তাদেরকে নগদ ১০ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় আট কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়ার কথা রয়েছে। 

মুসলিম দেশে বসবাসকারী তিন বিজ্ঞানীকে একটি যৌথ পুরস্কার দেওয়া হবে। আর দুই মুসলিম বিজ্ঞানীকে একটি যৌথ পুরস্কার দেওয়া হবে, তারা অবশ্য অমুসলিম দেশে বসবাসকারী। 

উল্লেখ্য, মোস্তফা পুরস্কার  আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০১৩ সালে। ২০১৫ সালে ইরানের রাজধানী তেহরানে সর্বপ্রথম এ পুরস্কারের অনুষ্ঠান হয়। মূলত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আগ্রহীদের উৎসাহিত করতে এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোপারেশন বা ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর