-2021-10-12-14-38-10.jpg)
চীনের শানশি প্রদেশে ভারি বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।
মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আবহাওয়া কর্মকর্তা ওয়াং ওয়েনই বলেন, অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত স্বাভাবিক বছরের একই সময়ের ১৩ গুণ বেশি।
স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়াং চিরুই বলেন, বন্যার কারণে অন্তত ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙে গেছে এবং আরও ১৮ হাজার ২০০ ঘরবাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টি ও বন্যার কারণে এ প্রদেশের কমপক্ষে ৫ বিলিয়ন ইউয়ান ক্ষতি হয়েছে।
বৃষ্টি ও বন্যায় হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: