ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ টিকা

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ২২:৫৯

ছবিঃ সংগৃহীত

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা শনিবার ঢাকায় আসছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে বেক্সিমকোর মাধ্যমে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। 

বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বর মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল।

কিন্তু, এ পর্যন্ত দুই কিস্তিতে সেই টিকার মাত্র ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। এছাড়া, ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। তাতে করে মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা এখন পর্যন্ত ভারত থেকে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর