পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩জন

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০০:৪২

ছবি: ইন্টারনেট

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পদার্থবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কারের জন্য তিনজন বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।

পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন সাইউকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলম্যান নামের দুজন বিজ্ঞানী। আর বাকী অর্ধেক পাবেন জর্জিও প্যারিসি নামের আরেকজন বিজ্ঞানী।

‘জটিল ভৌত সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ার ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য’ তাদেরকে এবারের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।

সাইউকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলম্যানকে 'পৃথিবীর জলবায়ুর শারীরিক মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের ভবিষ্যদ্বাণী করা' আর জর্জিও প্যারিসিকে ‘পারমাণবিক থেকে গ্রহগত পর্যায়ে শারীরিক ব্যবস্থায় বিশৃঙ্খলা এবং ওঠানামার পারস্পরিক ক্রিয়া আবিষ্কারের জন্য’ এই পুরস্কার দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর