আজ ভবানীপুরে মমতার ভাগ্য নির্ধারণ হবে

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫

ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর বিধানসভার উপনির্বাচন আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভায় হারার পরেও ফের মুখ্যমন্ত্রী থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভোটে জিতে আসতেই হবে।

এ আসনে নির্ধারণ হবে মমতার ভাগ্য। ভোটের আগের দিন বিজেপির পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর ও সামশেরগঞ্জ বিধানসভা আসনেও আজ ভোটগ্রহণ।

দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৫ হাজার। অবাঙালি, সংখ্যালঘু মুসলিম ও বাঙালি হিন্দু ভোটার মিশ্রিত এই আসনটি মূলত উচ্চবিত্তদের এলাকা বলে পরিচিতি। 

গত ১৫ বছরে ৩টি বিধানসভা আর দুটি লোকসভার মোট ভোট দেয়ার হার পর্যালয়োচনায় দেখা যায়, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। বুধবার থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিপাত বৃহস্পতিবারও চলবে। 

এতে কমতে পারে ভোটার সংখ্যা। তবে অনেক ভোটারই বলেছেন বৃষ্টি হলেও ভোট দিতে যাবেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর