নিজেদের শক্তি দেখাতে চীনের মহা আয়োজন

সময় ট্রিবিউন | ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২১

ছবিঃ সংগৃহীত

বিশ্বে নিজেদের শক্তির জানান দিতে অত্যাধুনিক সব যুদ্ধবিমান প্রদর্শনের আয়োজন করল চীন।টানা ছয় দিন ধরে চলা 'ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস এক্সিবিশন' শীর্ষক এয়ার শোতে প্রথমবারের মতো দেখানো হবে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, বিস্ফোরক ও সামরিক যুদ্ধবিমান।

প্রথম দিনে পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমান প্রদর্শন ছিল এক্সিবিশনের মূল আকর্ষণ।

মঙ্গলবার অত্যাধুনিক সব যুদ্ধবিমান আকাশে উড়িয়ে সবচেয়ে বড় এয়ার শো' দেখিয়েছে দেশটি। দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে এটি অনুষ্ঠিত হয়। টানা ছয় দিন চলবে ১৩তম ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস এক্সিবিশনটি। প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী চীনের উচ্চমাত্রার সামরিক শক্তি তুলে ধরা হবে।

প্রথম দিনে চীনের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমান প্রদর্শন ছিল এক্সিবিশনের মূল আকর্ষণ। ঘণ্টায় দুই হাজার ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম যুদ্ধবিমানটি। এক সিটের যুদ্ধবিমানটি শক্তিশালী ড্রাগন নামে পরিচিত। এ ছাড়া বর্ণিল রং ছড়িয়ে এতে জে-১০ যুদ্ধবিমান প্রদর্শন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর