বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যত বাড়ছে ভারতে তীব্র হচ্ছে আতঙ্ক। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজার হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওযায় ওষুধ থেকে শুরু করে হাসপাতালের বেড, প্রকট হচ্ছে চাহিদা। এমন অবস্থায় অভিনব ছবি দেখা গেল গুজরাতে।
বাড়তে থাকা চাহিদাকে মাথায় রেখে গুজরাতের একটি মসজিদকে করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে ঘোষণা করা হল। খবর: সংবাদ সংস্থা এএনআই
জানা গেছে, জাহাঙ্গিরপুরা মসজিদটি গুজরাতের ভাদোদরায় অবস্থিত। সেখানে করোনা রোগীদের জন্য ৫০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলিতে বেডের জন্য হাহাকারের যে ছবি চারিদিকে দেখা যাচ্ছে, তার মাঝে গুজরাতের এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
জাহাঙ্গিরপুরা মসজিদ কর্তৃপক্ষ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অক্সিজেন আর হাসপাতালের বেডের অভাবের কারণে তারা মসজিদটাকে করোনা চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নেন। আর এই কাজের জন্য রমজান মাসকেই নির্ধারণ করেছেন।
ধর্মকে সরিয়ে মসজিদ কর্তৃপক্ষের মানবিক এই সিদ্ধান্ত ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে নানা মহলেই।
আপনার মূল্যবান মতামত দিন: