আফগানিস্তানের কাবুল পৌরসভায় নারী চাকরীজীবীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে তালেবান।
রোববার কাবুলের অন্তর্বর্তীকালীন মেয়র হামদুল্লাহ নামোনি এই নির্দেশ দেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে নারীদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে। এবার দেশটির কর্মরত নারী কর্মীদের কাজে না এসে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছে তালেবান।
মেয়র হামদুল্লাহ নামোনি বলেছেন, যদি কোনো পদের জন্য পুরুষ কর্মী পাওয়া না যায়, তাহলে ওই পদে নারী কর্মী কাজ করতে পারবেন।
দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মেয়র জানান, কাবুল পৌরসভার সব বিভাগ মিলিয়ে প্রায় তিন হাজার কর্মী রয়েছে। এসব কর্মীদের মধ্যে এক-তৃতীয়াংশই নারী বলে জানা গেছে।
মেয়র জানান, ওই এক-তৃতীয়াংশ নারী কর্মীদের আপাতত ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে ডিজাইন ও প্রকৌশলবিষয়ক বিভাগ ও নারীদের পাবলিক টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে পর্যাপ্ত পুরুষ কর্মী পাওয়া না গেলে ওইসব পদে কাজের জন্য নারীদের ডাকা হতে পারে বলে জানান মেয়র হামদুল্লাহ নামোনি।
এদিকে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের নারী কর্মীদের কাজ ছেড়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।
আপনার মূল্যবান মতামত দিন: