আফগানিস্তানের জালালাবাদের পৃথক বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছে। তালেবান সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায় এসব বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার পরিকল্পিতভাবে এই পেতে রাখা এই বোমাগুলো বিস্ফোরিত হয়। আইএসকে খোরাসান এই হামলা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে তালেবান।
তালেবানের উচ্চপদস্থ একজন নেতা জানান, এই বিষয়ে তালেবানদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনবে।
আরেক সূত্র জানিয়েছে, হতাহতদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছে। তালেবানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: