সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের এমপি এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি আবারও পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে।
শনিবার বিকালে কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
কামরুল ইসলাম আরো বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়েভুল করছে বিএনপি। আবার ২০১৮ সালে নির্বাচনে আসলেও একি এলাকায় দু'তিনজন করে মনোনয়ন দিয়ে ছলচাতুরী করেছে। পিছনের দরজা দিয়ে আসা দলটি ক্ষমতায় আসতে এখনও ছলচাতুরী করেই চলছে। জনগণের উপর আস্থা আছে বলেই নির্বাচেনর মাধ্যমে ক্ষমতায় আসে চায় আওয়ামী লীগ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: