তালেবানকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৯

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মহলের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করা উচিত নয়।’

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদি বলেন, ‘আফগানিস্তানে অস্থিরতা ও মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে। এতে সারা বিশ্বে সন্ত্রাসী ও উগ্র আদর্শ উৎসাহিত হয়ে উঠেছে।’ 

ভারতের প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আফগানিস্তানে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এর ফলে মাদক, বেআইনি অস্ত্র ও মানবপাচারের রমরমা বাড়তে পারে। আধুনিক অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে দেশটির যেখানে সেখানে। তা ওই অঞ্চলে অস্থিরতা তৈরি করতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর