এক রাতে ১৪০০’র বেশি ডলফিন হত্যা

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬

ছবিঃ সংগৃহীত

নরওয়েজীয় সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত ফ্যারো দ্বীপপুঞ্জে। তাদের ঐতিহ্যের ধারায় এক রাতে ১৪০০’র বেশি ডলফিন হত্যা করা হয়েছে। তবে এটা মূলত তিমি শিকারের আয়োজন করা হয়। ডেনমার্কের অধীনে থাকা স্বশাসিত ফ্যারো দ্বীপপুঞ্জে এটাই একদিনে সবচেয়ে বড় শিকারের ঘটনা । 

মূলত কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলে তিমি শিকারের একটা আয়োজন করা হয়। প্রাণিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এর বিরুদ্ধে সরব থাকলেও স্থানীয়রা সবসময়ই তাদের কাজের পক্ষে সাফাই গেয়েছেন। 

পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা সি শেফার্ড এটাকে বর্বর বলে আখ্যা দিয়েছে। এই ঘটনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এটিকে বৈধ বলে দাবি করলেও তা নিয়ে বাড়তি আর কোনো কথা বলতে রাজি হননি। 

 

সূত্র : সিএনএন ।  



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর