হোয়াইট হাউসে বাইডেন-মোদির বৈঠক

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৬

জো বাইডেন ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি

আগামী সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন রোধে তারা মিলিত হচ্ছেন।

এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ‘কোয়াড’ জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হবে। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন নেতৃবৃন্দ। সেখানে আগামী ২১ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন।

বিশ্বের সবচেয়ে বড় এ কূটনৈতিক বৈঠক এবার হাইব্রিড ইন পার্সোনাল ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর