আফগান সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২৩:৩০

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলে পেশাগত কাজের সময় চ্যানেল টোলো নিউজের এক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জিয়ার ইয়াদ খানকে গুলি করে হত্যা করা হয়। এসময় তার ক্যামেরাম্যানকেও মারধর করে তালেবান।

টোলো নিউজ জানিয়েছে, কাবুলের হাজি ইয়াকুব ইন্টারসেকশনে দারিদ্র, বেকারত্ব নিয়ে প্রতিবেদন করার সময় রিপোর্টার জিয়ার ইয়াদ খান ও তার ক্যামেরাম্যানের উপর হামলা করে তালেবান।

এর আগে গত জুলাইতে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিস সিদ্দিকিকে কান্দাহারে হত্যা করে তালেবান। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার হয়ে কাজ করছিলেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তারা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। আর সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর