মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার নিলায় শিল্প এলাকায় একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের করোনা পরীক্ষার পর স্থানীয় ডিটেনশন সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
দেশটির অভিবাসন বিভাগ জানায়, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন
প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও অভিযোগ করা হয়।
মালয়েশিয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযানে নেমেছে ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১ টি সংস্থা। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেসি পাতুহ'।
আপনার মূল্যবান মতামত দিন: