২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব দেশে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ছয় লাখ ৯৪ হাজার ৯৬৩ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় লাখ ২৪ হাজার ৮২৪ জন রোগী।
বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত ১৯ আগস্ট একদিনে ১০ হাজারের বেশি মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। ওইদিন ১১ হাজার ১০৭ জনের মৃত্যু হয়।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ১৪ লাখ লাখ ৩৬ হাজার ৭৯০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: