অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৭:৩৪

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। 

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছর নাইজারের ওই অঞ্চলে বন্দুকধারীরা একের পর এক হামলা চালিয়েছে এবং বেসামরিক সাধারণ মানুষকে হত্যা করেছে। সর্বশেষ এই হামলা ও নিহতের ঘটনাটি তারই একটি উদাহরণ।

আলজাজিরা জানিয়েছে, দেশটির একটি নিরাপত্তা সূত্র হামলার কথা নিশ্চিত করেছে এবং নিহতের সংখ্যা ১৭ বলে জানিয়েছে।

শনিবার স্থানীয় মেয়র হালিদো জিবো বার্তসংস্থা রয়টার্সকে জানান, শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীরা নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিল্লাবেরি অঞ্চলের থেইম গ্রামে হামলা করে এবং ১৬ জনকে হত্যা করে।

এর আগে গত সোমবার ওই একই অঞ্চলের অন্য একটি গ্রামে হামলা চালিয়ে ৩৭ জন সাধারণ নাগরিককে হত্যা করে বন্দুকধারীরা। নিহততের মধ্যে ১৪ জন শিশুও ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর