যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান হতে চলেছে

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ১০:২২

জো বাইডেন এবং কমলা হ্যারিস

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দিয়েছেন। এসময় মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি টানা এবং সকল সৈন্য ফিরিয়ে আনার যাবতীয় পরিকল্পনা তিনি প্রকাশ করেন।

জো বাইডেন বলেন, আফগানিস্তানে মার্কিন সৈন্য থাকা অবস্থায় চতুর্থ মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি আমি। আমি চাই না পঞ্চম প্রেসিডেন্ট এসেও এ অবস্থা দেখুক।

বাইডেন আরও বলেন, "আমরা এক ভয়ানক আক্রমনের প্রেক্ষিতে সেখানে গিয়েছিলাম আজ থেকে ২০ বছর আগে, তবে এখন ২০২১ সালে সেখানে থাকার কোন মানে হয় না।"

তিনি বলেন, "আমাদেরকে আক্রমণ করেছিলো। তাই আমরা সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে। বিন লাদেন মারা গেছে। আল কায়েদা ধ্বংস হয়েছে। তাই এ যুদ্ধ আমাদের চিরতরে শেষ করতে হবে।"

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বাইডেন প্রশাসন ৯/১১ ঘটনার ২০ বছরের মধ্যেই সকল সৈন্য প্রত্যাহার করতে আগ্রহী এবং মে মাসের প্রথম দিন থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু করতে চাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর