তালেবান সরকারকে স্বীকৃতি দেবে পাকিস্তান: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ২০:৪৪

ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। ১৮ আগস্ট ২০২১। ছবি: ডন’র সৌজন্যে

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভা ফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানই ছিল পাকিস্তানের স্বার্থ।

তিনি বলেন, 'আমরা শান্তির কথা বলি এবং আমরা আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। একই সঙ্গে, আমরা অন্যের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।'

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তান থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।

তিনি জানান, গত ১৪ আগস্ট থেকে ৬১৩ জন পাকিস্তানি নাগরিক, ৯০০ বিদেশি কূটনৈতিক ও দূতাবাসের কর্মীদের পাকিস্তানে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও তালেবানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর