জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, বিরোধীদলীয় নেতার জয়

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ১৯:২৭

ছবি: ইন্টারনেট

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ধনকুবের এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলিমা জয় পেয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সোমবার দেশটির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচনে ১৫৬টি আসনের বিপরীতে হিচিলিমা দুই কোটি ৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে, এডগার লুঙ্গু পেয়েছেন ১ কোটি ৮১ লাখ ৪ হাজার ২০১ ভোট। লুঙ্গু দ্বিতীয়বারের মত পাঁচ বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবার। ৬৪ বছর বয়সী লুঙ্গু, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আছেন।

রাজনীতিতে আসার আগে হিচিলিমা একটি অ্যাকাউন্টিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবারের ভোটে জাম্বিয়ার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) ব্যানারে হিচিলিমা ১০টি বিরোধী দলেরও সমর্থন পান।

এদিকে, নির্বাচনের ফলাফল জানার পর রাস্তায় মিছিল বের করেন হিচিলিমার সমর্থকরা।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি জাম্বিয়া। দেশটির বেশিরভাগ তরুণ ভোটারদের ভোট পেয়েছেন হিচিলিমা। এবার দেশটির অর্থনীতির ভাগ্যের চাকা নির্ভর করছে এই ধনিক ব্যবসায়ীর ওপর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর