দেশ ছাড়ার পর এবার মুখ খুললেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। রোববার এক ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি কিছু কথা লিখেছেন।
তিনি বলেছেন, ‘রক্তপাত এড়াতে আমি দেশ ছেড়েছি।’
বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
আশরাফ গনি বলেন, ‘তালেবান জিতেছে... সম্পদ, সম্মান এবং নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব এখন তাদের।’ তবে তিনি এখন কোথায় আছেন, তা উল্লেখ করেননি আশরাফ গনি।
তালেবান বাহিনী রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে ঢোকা শুরু করে। একপর্যায়ে আশরাফ গনির দেশ ছাড়ার খবর গণমাধ্যমে আসে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।
এ বিষয়ে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তাঁরা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।
আপনার মূল্যবান মতামত দিন: